আইএস নয় বিএনপি-জামায়াত গুপ্ত হত্যা চালাচ্ছে : হানিফ


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৭ মে ২০১৬

কুষ্টিয়ায় চিকিৎসক হত্যা ও বিশ্ববিদ্যালয় শিক্ষকের উপর হামলার ঘটনায় আইএস এর দায় স্বীকার নিয়ে হানিফ বলেছেন, বাংলাদেশে আইএস এর কোনো সংগঠন নেই। তাদের কোনো অস্তিত্ব নেই। সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপি ও জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এই গুপ্ত হত্যা চালাচ্ছে।

শুক্রবার বেলা এগারটায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

তিন আরো বলেন, তারা বিভিন্ন নাম দিয়ে এই হত্যাকাণ্ড চালাচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহেরী, হরকাতুল জিহাদ এই সমস্ত সংগঠনের নাম ব্যবহার করা হচ্ছে। আর্ন্তজাতিক জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে নিজেরা নিরাপদ থাকা ও বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আইএস এর নামে বিবৃতি দেয়া হচ্ছে।
 
ইউপি নির্বাচনে রেকর্ড সংখ্যক খুনের ঘটনায় তিনি বলেন, ইউপি নির্বাচন সামাজিক ও গোষ্ঠীগত গুরুত্ব বহন করে। সে কারণে ইউপি নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের বেশি বহিঃপ্রকাশ দেখা যায়। ফলে সামাজিক অস্থিরতার কারনেই এ ধরনের সংর্ঘষের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।