ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তবে গুরুতর না হওয়ায় তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চান্দ ও বারেক নামের দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে চান্দের পক্ষের এক যুবকের সিএনজিচালিত অটোরিকশায় বারেকের পক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করেন। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু মঙ্গলবার ভোর ৫টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় প্রায় ১৫-২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস