মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালো বাংলাদেশি যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে চোরাচালানের পণ্য আনতে গিয়ে মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক যুবক পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল ) সকাল সাড়ে ৭টায় উপজেলার জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের ওপারে মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত মো. তৈয়ব উপজেলার কম্বোনিয়া এলাকায় ছাবের আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, তৈয়ব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মিয়ানমার থেকে গবাদি পশু চোরাচালানের বাহক হিসেবে কাজ করতেন। অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও চোরাচালানের পণ্য লেনদেন করতে মিয়ানমারের অভ্যন্তরে যান। সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়লে তার ডান পায়ের গোড়ালিসহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কারবারে সম্পৃক্ত না হতে সামাজিক ভাবেও নিরুৎসাহিত করা হচ্ছে। তবুও অতিলোভী কিছু মানুষ এই কাজ করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছেন।

নয়ন চক্রবর্তী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।