শৈলকুপায় দুই প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি হামলা
ঝিনাইদহের শৈলকুপায় আবাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুক্তার আহমেদ মৃধা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাসের সমর্থকদের মধ্যে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত রাতে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপ একে অপরের উপর হামলা চালিয়ে টুকু, রঞ্জু মেম্বর, শরিফুল, নায়েব, বাবুল, রফিকুল, মাসুদ, আরজু, বিলু, তৈয়ব কাজী, দেলবার, হবিবরের বাড়িসহ ১০টি বাড়িঘর ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ১১নং আবাইপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস