কারাগারে হাজতিকে অভিনব কায়দায় গাঁজা দিতে গিয়ে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৯ এপ্রিল ২০২৫

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে অভিনব কায়দায় আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে শান্ত (২৮) নামে এক যুবক আটক হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কারাগারের ভেতর এ ঘটনা ঘটে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন রাত সোয়া ৮টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত শান্ত কুমিল্লা মহানগরীর বাদশা মিয়া বাজার এলাকার জুলমত মিয়ার ছেলে।

কারাগারে হাজতিকে অভিনব কায়দায় গাঁজা দিতে গিয়ে যুবক আটক

কারাগার সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা কারাগারে বন্দি মোতালেব হোসেনের সঙ্গে দেখা করতে যান শান্ত। এসময় তাকে এক জোড়া জুতা ও একাধিক পোশাক দেওয়ার জন্য কারাগার ক্যান্টিনে দায়িত্বরত কারারক্ষী মো. মাসুদের কাছে এসব হস্তান্তর করেন। এসময় মাসুদের সন্দেহ হলে তিনি রিজার্ভ গার্ড ডেকে এনে জুতার নিচের অংশ খুলে সাদা পলিথিন মোড়ানো তিন প্যাকেট গাঁজা জব্দ করেন।

কারাগারে মাদক সরবরাহের দায়ে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।