এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাবার লাশ কাঁধে নিলো নাহিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:১৩ এএম, ১১ এপ্রিল ২০২৫

‘পরীক্ষার হলে বসেও বাবাকেই ভাবছিলাম। উত্তরপত্রে কিছু লিখলেই সাদা কাপড়ে মোড়ানো বাবার লাশ চোখে ভাসছিল। তারপরও কিছু কমন প্রশ্নের উত্তর দেই।’

এভাবেই বাবাকে হারানো কষ্টের কথা বলছিল এসএসসি পরীক্ষার্থী নাহিদ হোসেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিনি পরীক্ষায় অংশ নেন। নাহিদ যখন পরীক্ষা দিচ্ছিল তখন বাবার মরদেহ রাখা ছিল বাড়িতে।

পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মরদেহ কাঁধে নিয়ে শেষবিদায় দেয় সে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার লালমাই উপজেলার বড়হাড়গিলা গ্রামে এ ঘটনা ঘটে। নাহিদ লালমাই উপজেলার মাতাইনকোট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, নাহিদের বাবা আক্তার হোসেন চার মাস ধরে টিবি রোগে আক্রান্ত ছিলেন। ঋণ করে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তার। কিন্তু গত মঙ্গলবার বিকেলে তার নাক–মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্বজনরা দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বুধবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আক্তার। বৃহস্পতিবার সকালে বাবার নিথর দেহ বাড়িতে রেখে নাহিদ পরীক্ষার হলে যায়।

নাহিদ বলে, পরিবারে আমার মা রয়েছে। একমাত্র বড় বোনের বিয়ে হয়েছে। আমার ছোট ভাইটি মাতাইনকোট উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ছে। আমার বাবার জন্য সবার কাছে দোয়া চাই।

মাতাইনকোট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, নাহিদ এবার আমাদের স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ছেলের পরীক্ষার কারণে সকাল থেকে পিছিয়ে দুপুরে তার বাবার জানাজা ও দাফন সম্পন্ন হয়। আমি তার বাবার আত্মার মাগফিরাত কামনা করছি।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।