ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:২২ পিএম, ১২ এপ্রিল ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে দেলোয়ার হোসেন দুলু মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ন্যায়বিচার পেতে সহযোগিতার আশ্বাস দিলে ১২টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভে এলাকার কয়েকশ মানুষ অংশ নেন। সড়ক অবরোধের আগে মানববন্ধন করেন তারা।

ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মহাসড়ক অবরোধ

মানববন্ধনে অংশ নেওয়া নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত দুলুর বাড়ি বোয়ালমারী পৌরসদরের কামারগ্রামে। তাকে গত ২১ মার্চ বেলা ১১টার দিকে বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে হয় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল মারা যান তিনি।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ এখনো হামলাকারীদের গ্রেফতার না করায় অভিযুক্তরা পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীসহ নিহতের পরিবারের সদস্যরা। তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।

এন কে বি নয়ন/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।