আসিফ নজরুল

পারিবারিক আদালতকে অন্য মামলা নিষ্পত্তিতে কাজে লাগানোর চিন্তা চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১২ এপ্রিল ২০২৫

পারিবারিক আদালতকে সরকার অন্য মামলা নিষ্পত্তির কাজে লাগানোর প্রাথমিক চিন্তা করছে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায় জজকোর্ট ভবন নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিশি প্রক্রিয়ায় ন্যস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে। এই বিষয়টি প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ছেলেরা খেলাধুলা না করলে বিপথে চলে যাবে। তাই ছেলেদের খেলাধুলার স্বার্থে বান্দরবান স্টেডিয়াম সার্বক্ষণিক উন্মুক্ত রাখার পাশাপাশি ক্রিকেট ও ফুটবল সামগ্রী সরবরাহের নির্দেশ প্রদান করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জিয়াবুন নাহার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজউদ্দিন ইকবাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব প্রমুখ।

নয়ন চক্রবর্তী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।