ব্রাহ্মণবাড়িয়ার ৪ ইউপিতে বিএনপির নির্বাচন বর্জন


প্রকাশিত: ০৫:০৫ এএম, ২৮ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাটাই (উত্তর) ইউনিয়নে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কাশেম। শনিবার সকাল ৯টার দিকে নাটাই (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি, প্রশাসনের অসহযোগিতামূলক আচরণ ও কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন।

এছাড়া সকাল ১০টার দিকে তালশহর (পূর্ব) ইউনিয়নেও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ করে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম এবং কসবা উপজেলার বায়েক ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান নির্বাচন বর্জন করেছেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সাদেকুর রহমান নির্বাচন বর্জন করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলার ১৯টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।