৬ মাসের সাজা এড়াতে ১০ বছর পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১২ এপ্রিল ২০২৫

মাদক মামলায় ছয় মাসের সাজা এড়াতে দশ বছর পালিয়ে ছিলেন সোহেল হাওলাদার (৩৫)। তারপরও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়।

সোহেল হাওলাদার ঝালকাঠির নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।

নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী জানান, ২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের সাজা হয় সোহেল হাওলাদারের । সাজা এড়াতে এতদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জেলহাজতে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।