চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঘেরাও কর্মসূচিতে হামলা
বান্দরবানের আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিনের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। পরে ঘেরাও কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম প্রেসক্লাবের সামনে ‘আলীকদম সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্প আত্মসাৎ, ভোটার হালনাগাদে অনিয়ম, মিয়ানমার অভিবাসীদের অবৈধভাবে ভোটার করা ও জন্মসনদ জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ তোলা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করতে গেলে চেয়ারম্যানের সঙ্গে থাকা স্থানীয় কিছু ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলীকদম থানা পুলিশের সহযোগিতায় তারা এলাকা ত্যাগ করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেওয়া আরাফাত ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান নাছির উদ্দিনের অনুসারীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালান। চেয়ারম্যানের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, বিগত নির্বাচনে পরাজিত প্রার্থীর অনুসারীরা ইউনিয়ন পরিষদে এসে আমাকে অপদস্থ করার চেষ্টা করেন। পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ তাদের প্রতিহত করেন।
জানতে চাইলে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস