বেতন দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে ওই মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস্ লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, র্যাব, শিল্প পুলিশ কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

বেতন দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানায় গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ, র্যাব, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। কিন্তু শ্রমিকরা তাদের দাবি মেনে নেওয়ার পর মহাসড়ক ছেড়ে যাওয়ার কথা জানায়। পরে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বললে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।