ঈশ্বরদীর ৭টি ইউপির ফলাফল


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৮ মে ২০১৬

পঞ্চম ধাপে পাবনার ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন :

ইউনিয়ন: পাকশী
বিজয়ী: এনামুল হক বিশ্বাস এনাম (আ.লীগ)
নিকটতম প্রতিদ্বন্দ্বী: তপন সরদার (বিএনপি)

ইউনিয়ন: সাহাপুর
বিজয়ী: মতলেবুর রহমান মিনহাজ (আ.লীগ)
নিকটতম প্রতিদ্বন্দ্বী: নেফাউর রহমান রাজু (বিএনপি)

ইউনিয়ন: দাশুড়িয়া
বিজয়ী: বকুল সরদার (আ.লীগ)
নিকটতম প্রতিদ্বন্দ্বী: ইসলাম কেনেডি (বিএনপি)

ইউনিয়ন: দাশুড়িয়া
বিজয়ী: সেলিম মালিথা (আ.লীগ)  
নিকটতম প্রতিদ্বন্দ্বী: আব্দুর রহমান (বিদ্রোহী)

ইউনিয়ন: ছলিমপুর
বিজয়ী: বাবলু মালিথা (আ.লীগ),
নিকটতম প্রতিদ্বন্দ্বী: বিএনপির আতিয়ার রহমান

ইউনিয়ন: সাঁড়া
বিজয়ী: রানা সরদার (আ.লীগ),
নিকটতম প্রতিদ্বন্দ্বী: আক্কাছ আলী (বিএনপি)

ইউনিয়ন: লক্ষ্মীকুন্ডা  
বিজয়ী: আনিসুর রহমান শরিফ (আ.লীগ),
নিকটতম প্রতিদ্বন্দ্বী: নুরুন্নবী বিশ্বাস (বিএনপি)

আলাউদ্দিন আহমেদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।