বান্দরবানে উপ-ঠিকাদারকে নিয়ে গেলো অস্ত্রধারীরা, মিলছে না খোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

বান্দরবানে মো. বাবুল নামে এক উপ-ঠিকাদারকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে বান্দরবান-কেরানি হাট সড়কের সুয়ালক লম্বা রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার মো. বাবুল (৫০) ওই এলাকার নির্মাণাধীন রেডক্রিসেন্ট ভবনের উপ-ঠিকাদার হিসেবে কাজ করছিলেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে বাবুলের নেতৃত্বে সুয়ালক লম্বা রাস্তা এলাকায় রেডক্রিসেন্ট ভবনের নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। গতকাল রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে বাবুলকে জোরপূর্বক নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাজটির ঠিকাদার জসীম উদ্দীন তুষার বলেন, সকাল থেকে মো. বাবুলকে পাওয়া যাচ্ছে না। এমনকি
তার মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। এ ঘটনায় কেউ তাদের কাছ থেকে টাকা দাবি না করায় অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, বিষয়টি শুনেছেন। তবে এ নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।