পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় একজন নিহত


প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৮ মে ২০১৬

পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় মো. নাসির (৫০) নামে এক ইউপি সদস্যের সমর্থক নিহত হয়েছেন। এসময় দুই আনসার সদস্যসহ আরও ১২ জন আহত হন।

শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত মো. নাসির ওই ইউনিয়নের কোরিয়া পাড়ার ফাগু মোহাম্মদের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, গারিনাবাড়ি ইউনিয়নের নির্বাচনী ফলাফলে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তরিকুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ১১ ভোটে জয়লাভ করেন। ভোট গণনা শেষে স্থানীয় রাজমিস্ত্রি মো. নাসিরসহ ওই ইউপি সদস্য প্রার্থীর কর্মী সমর্থকরা বাড়ি ফিরছিল। এসময় প্রতিপক্ষের কর্মী সমর্থকরা তাদের উপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মো. নাসির, আনসার সদস্য সিরাজুল ইসলাম ও আমিনুল ইসলাম, স্থানীয় ভোটার মজাম্মেল হক, সাইদুল ইসলাম, নাসিরের স্ত্রী নুর জাহানসহ ১২ থেকে ১৫ জন আহত হন।

আহতদের দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে নাসির মারা যান। এদের সকলের বাড়ি ওই ইউনিয়নের কোরিয়া পাড়ার গ্রামে।

নিহত নাসিরের জামাতা সাইদুর রহমান বলেন, আমরা সদস্য প্রার্থী তরিকুল ইসলাম এর টিউবওয়েল প্রতীকের কর্মী ছিলাম। ভোট দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। এসময় আনসার সদস্যরা আমাদের সহায়তা করছিল। কিন্তু প্রতিপক্ষ আনোয়ার হোসেনের কর্মী সমর্থকরা আমাদের উপর হামলা চালায়।

পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম মমিন বলেন, নির্বাচন শেষে একজন নিহতে খবর নিশ্চিত করে বলেন, গরিনাবাড়ি ইউনিয়নে এক ইউপি সদস্য প্রার্থীর পক্ষে আনন্দ মিছিল করার সময় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। তবে নিহতের সুরতহাল করা হচ্ছে।

সফিকুল আলম/এমএএস/এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।