পরীক্ষার হলে ইভটিজিং, কক্ষ পর্যবেক্ষকের ১০ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২৫

শরীয়তপুরের নড়িয়ায় একটি পরীক্ষা কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে কক্ষ পর্যবেক্ষকের বিরুদ্ধে। পরে তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক জুলহাস উদ্দিন উপজেলার পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ে স্কুলের সহকারী শিক্ষক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়িয়ার ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুলের দুই পরীক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে কক্ষ পর্যবেক্ষক জুলহাস উদ্দিনের বিরুদ্ধে। বিষয়টি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।