বন্ধ হয়ে গেলো ‘হাউন আঙ্কেলের’ সেই ভাতের হোটেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৫
ঝালকাঠি পৌর শহরের ব্র্যাকমোড়ে অবস্থিত ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’-টি বন্ধ হয়ে গেছে

ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা ইমন চৌধুরী। একসময় হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। পরে বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ঝালকাঠি পৌর শহরের ব্র্যাকমোড়ে একটি ভাতের হোটেল দেন।

হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। আর এই নামের কারণে ভাইরাল হয়ে যায় হোটেলটি। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার হোটেলটিতে। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে হোটেলটি।

ব্র্যাকমোড় এলাকার বাসিন্দা জাকির সরদার বলেন, ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ নামে একটি ভাতের হোটেল চালু হওয়ার পর ভাইরাল হয়ে যায়। অনেক দূর-দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসতো। কিন্তু একমাস ধরে দেখছি হোটেলটি বন্ধ। কেন বন্ধ হয়েছে জানি না।

কথা হয় হোটেলের মালিক ইমন চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, হোটেলের নাম ‘হাউন আঙ্কেল’ দেওয়ায় এটি ভাইরাল হয়ে যায়। খুব ভালো চলছিল। কিন্তু আমি পুনরায় ঠিকাদারি কাজ শুরু করায় হোটেলটি চালাতে পারছি না। তাছাড়া অনেক পরিশ্রম করতে হয়। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয়। সবমিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি।

আতিকুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।