বসতঘরে উঠে গেলো নিয়ন্ত্রণহীন ট্রাক, ঘুমন্ত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৪ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রমেচা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেচা উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

বসতঘরে উঠে গেলো নিয়ন্ত্রণহীন ট্রাক, ঘুমন্ত নারীর মৃত্যু

স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেচার ঘরে উঠে পড়ে। এতেই তার মৃত্যু হয়। পরে ট্রাক চালককে আটকে করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, এ ঘটনায় চালকসহ ট্রাক আটক করা হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।