ধান ক্রয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে না


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৯ মে ২০১৬

খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকারি ভাবে ধান ক্রয়ে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। দেশের কৃষকরা তাদের উৎপাদিত ধান সুষ্ঠুভাবেই সরকারি গোডাউনে এনে দিতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার বিকেল ৪টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
 
প্রতিমন্ত্রী বলেন, এর আগে কখনোই এতো বেশি ধান সংগ্রহ করা হয়নি। আর এ কাজটি সম্ভব হয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। কেননা এ সরকার কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) শাহিনুর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহির তাহু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এটিএম সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।

চলতি বছর লালমনিরহাট জেলার পাঁচ উপজেলায় ৮১৭৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিউল হাসান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।