শুধু প্রস্তাবনা নয়, নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে: মামুনুল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৫

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শুধু প্রস্তাবনা নয়, নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। এ কমিশনে যারা আছেন তারা প্রত্যেকে একেকজন তসলিমা নাসরিন। তারা আল্লাহর কোরআনকে সরাসরি কটাক্ষ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এদিন শহরের ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, নারী কমিশন প্রস্তাবনায় বলা হয়েছে ‘নারী অধিকারের ক্ষেত্রে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে কুরআন হলো প্রতিবন্ধক ধর্মীয় আইন।’ তারা চাচ্ছে উত্তরাধিকার এবং পারিবারিক আইনের ক্ষেত্রে সব ধর্মের অভিন্ন আইন প্রণয়ন করা।

তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের অনেক জায়গায় যেখানে ধর্মের কোনো বালাই নাই। তারা বাংলাদেশেও এটা চাচ্ছে যাতে বিয়ের ক্ষেত্রে ধর্মের কোনো আইন প্রয়োজন না পড়ে। তারা বাংলাদেশের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়। পশ্চিমা বিশ্বের মতো লাগামহীন জীবন আচার চলবে। নারী-পুরুষের বৈবাহিক বন্ধনের প্রয়োজন হবে না। যখন যার ইচ্ছা তার সঙ্গে থাকবে। তারা এ মিশন নিয়ে নামছে।

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের জিহাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।