রাজবাড়ীতে পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৭ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছোটভাকলার পদ্মা নদীর চর কাঁচরন্দ এলাকায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে দৌলতদিয়ার নৌপুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা থেকে বাড়ি এসে নিখোঁজ হন ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে জিহাদ সরদার (৩০) নামের এক যুবক। তার স্বজন ও স্থানীয়দের ধারণা মরদেহটি নিখোঁজ যুবক জিহাদের।

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিখোঁজ জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার দাবি করেন বলেন, মরদেহটি তার ভাতিজা জিহাদ সরদারের। চারদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়ি আসার পর একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। জিহাদ ঢাকার একটি জাহাজ কারখানায় কাজ করতেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নৌ ও থানা পুলিশের সহযোগিতায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথা না থাকায় এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে মরদেহটি ওই এলাকার নিখোঁজ জিহাদের বলে দাবি করছেন তার পরিবার ও স্বজনরা।

রুবেলুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।