শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলা: আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

মাগুরার আলোচিত শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) ওই তিন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। মঙ্গলবার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

সাক্ষীরা হলেন- ইব্রাহিম শেখ, হজরত আলী ও দেলোয়ার হোসেন।

এর আগে রোববার মামলার বাদী নিহত আছিয়ার মা আয়েশা খাতুনসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সোমবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় মধ্যে আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে আনা হয়।

গত ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশু আছিয়া। ৬ মার্চ বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।

এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।

সূত্র: ইউএনবি

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।