গাইবান্ধা

ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, দুইঘণ্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:২২ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিল্মি স্টাইলে বাড়িতে হামলা চালিয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে বখাটেরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, দুইঘণ্টা পর উদ্ধার

ওই ভিডিওতে দেখা যায়, ২০-২২ জন যুবক একটি বাড়িতে হামলা করছে। তাদের হাতে দেশি অস্ত্র ও লাঠি। বাড়ির জানালা ও গেটে হামলা করে ভেতরে প্রবেশ করে কয়েকজন। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে ওই শিক্ষার্থীকে টেনে বের করছে। স্থানীয় লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও তাদের আটকাতে পারেননি। ওই শিক্ষার্থী মঙ্গলবার গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন। দুই ঘণ্টা পর অভিযান চালিয় পুলিশ উপজেলার কামারদহ এলাকার একটি বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, উদ্ধারের পর স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ শামীম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।