পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:২৮ এএম, ০২ মে ২০২৫
ফাইল ছবি

গাইবান্ধায় পেছন দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবণ (২১) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)। আহতরা হলেন, একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে চার বন্ধু মোটরসাইকেলে চড়ে গাইবান্ধা থেকে পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিলেন। গাইবান্ধা-পলাশবাড়ীর আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। অন্য দুজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি জুলফিকার জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি।

এ এইচ শামীম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।