ফরিদপুরে মাদক কারবারি গ্রেফতার, খুশিতে গ্রামবাসীর মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৩ মে ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত মাদক কারবারি মতি কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবরে মিষ্টি বিতরণ করেছে গ্রামবাসী।

শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতি কাজী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দাউদ কাজীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চলতি বছরের ২৪ মার্চ ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসময় মতি কাজীর ভাই ইসলাম কাজীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। পরে ওই দিন রাতে মতি কাজীর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি সমর্থক একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়।

হামলার সময় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। এ ঘটনার পরদিন বিচারের দাবিতে সোতাশী গ্রামের শত শত নারী পুরুষ ভাটিয়াপাড়া-মাঝকান্দী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে গ্রামটির আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মতি কাজী। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মতি কাজীকে হামলা, লুটপাট ও মারধরের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া তিনি একাধিক মাদক মামলার আসামি।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।