রূপপুর প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান জ্বালানি উপদেষ্টার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:২৬ এএম, ০৪ মে ২০২৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে জ্বালানি উপদেষ্টা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রকল্প সংশ্লিষ্টদের সব পর্যায়ের কাজ জরুরি ভিত্তিতে শেষ করে গ্রিড লাইনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুধু চাই চাই করি। কিন্তু দেশকে কী দিলাম, কর্মরত প্রতিষ্ঠানের জন্য কতটুকু কাজ করলাম এসবের কোনো হিসাব করি না।

এ সময় তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার (৩ মে) উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা এবং টাওয়ারসহ গ্রিড লাইনের সব কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

jagonews24.com

পরে তিনি সড়ক বিভাগ, রেলওয়ে, পিজিসিবি, বিটিসিএল, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এতমষ্ট্রয় এক্সপোর্ট এবং গ্রিড লাইনের ঠিকাদারি প্রতিষ্ঠানসহ প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় পিছিয়ে পড়া গ্রিড লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।

জ্বালানি উপদেষ্টা এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নিউক্লয়ার পাওয়ার প্লাান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) মধ্যে পিপিএ স্বাক্ষরের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে গ্রিড লাইনের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগামী ৩০ মে এর মধ্যে গ্রিড লাইনের সব কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্বে) ড. মো. কামরুল হুদা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ খান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ম্যানেজিং ডিরেক্টর ও রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট প্রকলের পিডি ড. মো. জাহেদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এসকেএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।