আইসক্রিমে ক্ষতিকর রং-কেমিক্যাল, ৪০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৪ মে ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির দায়ে শাহিন শেখ (৪০) নামে এক কারখানা ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ মে) বিকেলে কুমারখালী পৌরসভার মধ্যপাড়া এলাকার নিউ লালন সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এসময় ভূমি কার্যালয়ের নাজির মো. শহিদুল ইসলাম ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, আইসক্রিম তৈরিতে মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানোর অপরাধে ব্যবস্থাপককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আল-মামুন সাগর/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।