ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ফায়ার ফাইটারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৪ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. সজিবুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৪ মে) সকালে উপজেলার তিনলাখ পীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও চট্টগ্রামের সন্দীপ উপজেলায় কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সজিব নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।