ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ নিহত ২ : আহত ৩


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ৩০ মে ২০১৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নস্তি গ্রামের প্রশান্ত দাস (১৩) ও নলপাতুয়া গ্রামের শুকুর জান (৩৫) ।

আহত শান্ত (১৫) ও ময়না খাতুনকে (৬০) ও আরেকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বাড়ি নলপাতুয়া গ্রামে।

মৃত শুকুরজানের খালু শুকুর আলী ও প্রশান্ত দাসের আত্মীয় প্রেম কুমার দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহমেদ নাসিম আনসারী/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।