করিডোর দেওয়ার আগে জনগণের রায় লাগবে: সারজিস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৮ মে ২০২৫
পঞ্চগড়ে মাজারে উরস শরফ ও মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় করিডোর দেওয়ার আগে জনগণের রায় লাগবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রাজনীতি করছে তাদের রায় লাগবে। এটা কোনো ছোট বিষয় না।

তিনি আরও বলেন, ইন্টেরিম সরকারকে (অন্তর্বর্তী সরকার) আমরা অনেক জায়গায় দেখছি, তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবহেলা করছেন। এই জায়গায় অবহেলা করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আওলিয়ার মাজারে উরস শরিফ ও মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম। এসময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতা সারজিস আলম বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আমরা অনেক জায়গায় দেখেছি, করিডোরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসেছে। বিভিন্ন দেশ ঢুকেছে। ইউএন (জাতিসংঘ) ঢুকেছে। ইউএনের নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী মানুষ ঢুকেছে, রাষ্ট্র ঢুকেছে। এই সুযোগ আমরা বাংলাদেশে আর হতে দেবো না।’

সফিকুল আলম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।