বন্দুকযুদ্ধে ওসিসহ ৪ পুলিশ আহত


প্রকাশিত: ০৬:৩১ এএম, ৩১ মে ২০১৬

পাবনার সাঁথিয়ায় পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের সময় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার লিটন হোসেনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওসি নাসির উদ্দিন, এসআই জুয়েল আহমেদ, এসআই সুলতান হোসেন ও কনস্টেবল দিলীপ কুমার।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বেড়া-কাশিনাথপুর মহাসড়কের পাশে মহিষাকোলা নামক স্থানে একটি পরিত্যক্ত ভবনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে পিছু হটে ডাকাতরা।

পরে ঘটনাস্থল থেকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার লিটনকে গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এনসয় ডাকাতদের হামলায় তিনিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ পাহারায় গুলিবিদ্ধ ডাকাত সর্দারকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয় ও আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ডাকাত লিটন আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় ডাকাতিসহ ৭/৮টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।

জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।