পুশ ইন ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে কঠোর নজরদারি বিজিবির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১০ মে ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে পুশ ইন ঠেকাতে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে সহায়তা করছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে অবস্থানরত মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) ও বাংলা ভাষী ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছোট ছোট গ্রুপ করে এদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের অপচেষ্টা অব্যাহত রেখেছে তারা। বিএসএফের এই অপতৎপরতা রুখে দিতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন।

স্থানীয় পুলিশ প্রশাসনও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে ৭ ও ৮ মে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৩২ ব্যক্তিকে আটক করে বিজিবি।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।