সীমান্তের ওপারে বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১১ মে ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ/ছবি-সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে দুটি বাঙ্কার নির্মাণ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম।

এরআগে শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২০১/১৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করেন বিএসএফের সদস্যরা।

চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম বলেন, ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদিপশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ।

তিনি আরও বলেন, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। যেহেতু তারা সীমান্তের দেড়শ গজের বাইরে করেছেন, সেহেতু এ বিষয়ে প্রশ্ন তোলার কিছু নেই।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।