বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ৩১ মে ২০১৬
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাইদু্ল হক (৩৫), তার স্ত্রী শারমিন আক্তার লাকী ও তাদের দুই বছরের ছেলে আবদু্ল।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন জাগো নিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলে সাইদু্ল হক (৩৫) তার স্ত্রী ও ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী একটি গোয়াল ঘরের কাছে দাঁড়ালে বজ্রপাতে তারা তিন জনই নিহত হন।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।