কুষ্টিয়ায় ৪০ দেশি শালিক পাখি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:১২ পিএম, ১২ মে ২০২৫

কুষ্টিয়ায় পাচারের সময় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন (বিবিসিএফ)।

রোববার (১১ মে) সন্ধ্যার পর শহরের মজমপুর গেট সংলগ্ন মজমপুর জামে মসজিদের সামনে থেকে এই পাখিগুলো উদ্ধার করে বিবিসিএফ’র কুষ্টিয়া টিম।

জানা যায়, রোববার ভেড়ামারা উপজেলার নয় মাইল কাচারি এলাকার পাখি ব্যবসায়ী চঞ্চলের কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে ৪০টি পাখি শ্যামলী পরিবহনে তুলে দেওয়ার উদ্দেশ্যে মজমপুর গেটে নিয়ে আসেন সিএনজিচালিত অটোরিকশাচালক তারেক। সেখানে স্থানীয় পাভেল রহমান নামে এক ব্যবসায়ী অনেকগুলো দেশীয় পাখি দেখতে পেয়ে বিবিসিএফ কুষ্টিয়া টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে।

পরে বনবিভাগের সদস্যরা এসে পাখিসহ সিএনজিচালিত অটোরিকশা ও এর চালককে আটক করে বনবিভাগের অফিসে নিয়ে যান। এরপর মুচলেকা নিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়। পাখিগুলোকে সোমবার (১২ মে) দিনের বেলায় অবমুক্ত করার কথা রয়েছে।

বিবিসিএফ’র সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া টিমের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, দপ্তর সম্পাদক মীর কুশল, বনবিভাগ কুষ্টিয়ার মিলন, সোনা সাত্তার উদ্ধার অভিযানে অংশ নেন।

আল-মামুন সাগর/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।