ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৪ মে ২০২৫

ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নাসিমা খাতুন (৫০) নামের এক গৃহবধূ।

বুধবার (১৪ মে) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা ওই গ্রামের স্কুলপাড়ার ফইম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একতলা বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন নাসিমা খাতুন। সকাল থেকেই একা ছাদে ছিলেন তিনি। অসাবধানতাবশত নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

হুসাইন মালিক/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।