সাতক্ষীরায় ফাঁস নিয়ে প্রাণ দিলেন বিজিবি সদস্য

সাতক্ষীরার শ্যামনগরে ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এ ঘটনা ঘটে।
সিপাহি আবু সালেহ আহম্মেদ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি ১৭ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, সিপাহি সালেহ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন। বুধবার সকাল ৭টার দিকে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর-৫) হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই ফারুক আলী মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম