রাজবাড়ী সদর হাসপাতাল
দুবেলা দুধ দেওয়ার কথা থাকলেও পান না রোগীরা, মেলে না খাসির মাংস

রাজবাড়ী সদর হাসপাতালে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় চার্ড অনুযায়ী রোগীদের কম খাবার সরবরাহ, চিকিৎসক অনুপস্থিতসহ নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। রোগীদের দুবেলা ৩৫০ গ্রাম করে দুধ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় না বলে জানতে পারে দুদক।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সরদার আবুল বাসার বলেন, নানান অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চার্ড অনুযায়ী রোগীদের খাবার কম সরবরাহ এবং হাসপাতালের হাজিরা খাতা অনুযায়ী ৩২ জন চিকিৎসকের মধ্যে ১০ জন অনুপস্থিত থাকার সত্যতা পেয়েছি। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চারজন চিকিৎসক বদলি হয়ে গেছেন। একজন চিকিৎসক ছুটিতে আছেন।
তিনি আরও বলেন, ডায়েট চার্ট অনুযায়ী আজ হাসপাতালে ৮১ জন রোগীর জন্য ২২ কেজি ২০০ গ্রাম মুরগির মাংস সরবরাহ করার কথা। অথচ আমরা পেয়েছি ১৫ কেজি ২০০ গ্রাম মাংস। অর্থাৎ সাত কেজি মাংস কম পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি প্রত্যেক রোগীকে ৩৫০ গ্রাম করে দুইবেলা ৭০০ গ্রাম দুধ দেওয়ার কথা থাকলেও রোগীদের কখনো দুধ দেওয়া হয়নি। সপ্তাহে একদিন খাসির মাংস দেওয়ার কথা। অথচ তা দেওয়া হয় না।
এ বিষয়ে কমিশনকে অবগত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম