নাটোর ক্লাব ঢাকার যাত্রা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২১ মে ২০২৫

নাটোর ক্লাব ঢাকা নামে একটি সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) রাজধানীর একটি রেস্টুরেন্টে আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ক্লাবটির যাত্রা শুরু হয়।

কমিটিতে মঞ্জুরুল ইসলামকে আহ্বায়ক ও অ্যাডভোকেট জাহেদুল আলম জ্যোতিকে সদস্যসচিব করা হয়েছে।

এছাড়াও বড়াইগ্রাম উপজেলার ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম শান্ত, এমদাদুল হক, হুমায়ূন কবির, আব্দুল কাফি; লালপুর উপজেলার একেএম শিহাব উদ্দিন, তরিকুল ইসলাম, সোহাগ, আরিফুল ইসলাম; নলডাঙ্গা উপজেলার আক্তার হোসেন, সাজেদুর রহমান সাজু; গুরুদাসপুর উপজেলার খালিদ সাইফুল্লাহ, মতিউর রহমান, রবিউল ইসলাম আওলাদ; বাগাতিপাড়া উপজেলার কাজি সুজন, মোস্তাফিজুর রহমান আশু, আব্দুর রউফ, মাসুম বাকি বিল্লাহ, সাংবাদিক শামসুল ইসলাম; সিংড়া উপজেলার ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মশিউর রহমান, মাসুম বিল্লাহ, আকিল ইবনে আফসার ও সদর উপজেলার এবি সিদ্দিক হিল্লোল, তানিম হোসেনকে সদস্য করা হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।