চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২২ মে ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগরের জয়রামপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফ্ফার আলি আকাশ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার অফিস সহকারী ছিলেন।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জয়রামপুর রেলস্টেশনের কাছে আখ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাফ্ফার আলি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কেন্দ্রীয় মসজিদপাড়ার বাসিন্দা জিন্নাত আলির ছেলে।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত চলন্ত ট্রেন থেকে পড়ে যান গাফ্ফার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অফিস শেষে তিনি চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

হুসাইন মালিক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।