ঝড়ে দেওয়াল ধসে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২২ মে ২০২৫

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে প্রাচীর ধসে বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।

বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় প্রবল ঝড় ও ভারী বর্ষণ। সেসময় বিথি বাড়ির পাশে টিউবওয়েলের কাছে হাত-মুখ ধুচ্ছিল। আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের পাশের পুরোনো ও দুর্বল একটি প্রাচীর ধসে পড়ে তার ওপর।

বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে বনপাড়া বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, বাড়ির প্রাচীরের ওই দেয়ালটি পুরোনো ও দুর্বল হয়ে পড়ায় ঝড়ো হাওয়ায় তা ভেঙে পড়েছে। এতে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।