ফেনী সীমান্তে ২৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:১০ পিএম, ২২ মে ২০২৫

ফেনী সীমান্তে ২৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিজিবি জানায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। পরে বিজিবি ও পুলিশ তাদের আটক করে। ২৪ জনের মধ্যে পুরুষ ৬, মহিলা ৫ ও ১৩ শিশু রয়েছে।

আটককৃতদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।