সড়ক খুঁড়ে ফেলে রেখেছেন ঠিকাদার, দুর্ভোগ চরমে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২২ মে ২০২৫
একটি বৃষ্টি হলেই সড়কটিতে তৈরি হয় জলাবদ্ধতা

জয়পুরহাটের কালাইয়ে পার্বতীপুর-শিবসমুদ্র সড়কটি প্রায় দেড় বছর ধরে খুঁড়ে ফেলে রেখেছেন ঠিকাদার। ফলে সড়কটিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এলজিইডি জয়পুরহাটের বাস্তবায়নে পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করা হয়। ইজিপি টেন্ডারের মাধ্যমে ৫৩ লাখ ৬১ হাজার ৩২৪ টাকায় মেসার্স আমান ট্রেডিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ২০ আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। পরে আবার কাজের মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়। কিন্তু বর্তমানে কাজটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ২০২৩ সালের সেপ্টেম্বরে পার্বতীপুর-শিবসমুদ্র ইট বিছানো সড়কের ইট তুলে অর্ধ কিলোমিটার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমান ট্রেডিং। তবে কাজ শেষ না করেই ফেলে রেখেছেন ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সড়ক খুঁড়ে রাখার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পার্বতীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, উজ্জ্বল হোসেন, জুলেখা বানু, সাইফুল ইসলামসহ কয়েকজন বলেন, মাটি খুঁড়ে রাস্তার উভয় পাশে রাখা হয়েছে। এতে সড়কটি ড্রেনের মতো হয়ে গেছে। এতে একটু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। ফলে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমান ট্রেডিংয়ের ম্যানেজার আজিজুল হক বলেন, সড়কটি নিয়ে অফিসিয়ালি সমস্যা ছিল। এক সপ্তাহের মতো হলো সমস্যার সমাধান হয়েছে। ঈদের পরপরই কাজ শুরু করবো।

কালাই উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, সড়কটির চেইনেজ সমস্যার কারণে বিলম্বিত হয়েছে। সমস্যা সমাধানের জন্য ফাইল ঢাকায় পাঠিয়েছি। আশা রাখছি, খুব শিগগির সমাধান হবে।

আল মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।