গাছের সঙ্গে পিকআপের ধাক্কা : নিহত ৪


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০১ জুন ২০১৬
প্রতীকী ছবি

বাগেরহাটে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চারজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ৯ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের ছোট পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বাগেরহাট হাইওয়ে থানার (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের ছোট পাইকপাড়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় অন্তত ১৩ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চারজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।