সিদ্ধিরগঞ্জে ৯ পশুর হাট অনুমোদন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৩ মে ২০২৫
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে মোট ৯টি অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ঈদ পূর্ববর্তী তিনদিনের জন্য এ ইজারার অনুমতি দেওয়া হয়।

ইজারার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

যেসব ওয়ার্ড এবং এলাকায় বসছে পশুর হাট:

(নাসিক) ১ নং ওয়ার্ড সিআই খোলা বালুর মাঠ, ৩ নং ওয়ার্ডস্থ সাজু ডেভেলপারের খালি মাঠ, ৪ নং ওয়ার্ড তাজ জুট মিলসের খালি জায়গায়, ৫ নং ওয়ার্ড বটতলা বালুর মাঠ, ৬ নং ওয়ার্ড এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গা, ৭ নং ওয়ার্ড নাভানা সংলগ্ন কাশেম পাড়ার খালি জায়গা, ৯ নং ওয়ার্ড জালকুড়ি ওয়াপদা সড়কের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, ৯ নং ওয়ার্ড জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা, ১০ নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলসের খালি মাঠ।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রতিটি হাট পরিচালককে বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ইজারা প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

মো. আকাশ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।