মারধর-হুমকির মামলায় নাটোরে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৪ মে ২০২৫

অপারেশন ডেভিল হান্টে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে শনিবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

শরিফুল ইসলাম উপজেলার সরাবাড়ি গ্রামের মো. আরমান আলীর ছেলে। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হলেও বর্তমানে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনো পদে নেই তিনি।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা, নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকির ঘটনা ঘটে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করা হয়।

রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।