সাতক্ষীরা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৭ মে ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা দিয়ে ২৩ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন) বিএসএফ।

মঙ্গলবার (২৭ মে) ভোর সাড়ে ৫টায় তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। তারা কুড়িগ্রাম ও ঝালকাঠি জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন।

কয়েকদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক বিএসএফ। পরে সীমান্তে এনে মঙ্গলবার ভোরে তাদের বাংলাদেশ সীমান্তের কুশখালী এলাকা দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বিজিবি ২৩ জন ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করেছে। তাদের মধ্যে নারী সাতজন, পুরুষ সাতজন ও ৯ শিশু রয়েছে। এ ঘটনায় বিজিবি ১৪ জন নারী পুরুষের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের প্রবেশের অভিযোগে মামলা করেছে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।