কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:১৬ পিএম, ৩০ মে ২০২৫

কুমিল্লায় দুটি অস্ত্রসহ যুবলীগ নেতা মাসুদ রানা প্রধানকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩০ মে) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১ এর উপপরিচালক মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাসুদ রানা কুমিল্লা সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মতিউর রহমান প্রধানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, মাসুদ রানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতাসহ জানমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিলেন। তাকে কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মাসুদ রানার সাতটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।