জয়নাল আবেদীন ফারুক

একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র চলছে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০১ জুন ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয়নি। তিন মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন করতে পারে আপনি কেনো সাড়ে নয় মাসেও পারেননি?। মানুষ সন্দেহ করছে কী যেন ষড়যন্ত্র হচ্ছে। আরেকটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র চলছে।’

রোববার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘সব নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি অচিরে নির্বাচন দিয়ে দেন। অনির্বাচিত সরকার হয়ে করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন? যেগুলো আপনাদের করণীয় নয়। বাংলাদেশের জনগণ এসব গ্রহণ করবে না। আপনাদের করণীয় নির্বাচন, সংস্কার ও আইনশৃঙ্খলার উন্নতি।’

মিতালী মার্কেট বণিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা আমির হোসেন বাদশার সভাপতিত্বে সভায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মো. আকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।