ফুলবাড়ীতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আটক


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০২ জুন ২০১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্নীতি দমন মামলায় উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহিমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ওসি মোকছেদ আলী জানান, দুর্নীতি দমন কমিশন রংপুর এর উপ পরিচালক মোজাহার আলীর নেতৃত্বে ৩ সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী থানা পুলিশের সহায়তায় উপজেলা চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে গত ২০১৩ সালের ৬ মে রংপুর সদর কোতয়ালি থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। যার মামলা নম্বর ১৫। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহিম গত বছরের (২০১৫ সাল) ৬ মে থেকে ফুলবাড়ীতে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এমদাদুল হক মিলন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।